ব্লক মার্কেটে ২৭ কোম্পানির লেনদেন ৫৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির মোট  ১ কোটি ৮ লাখ ৮০ হাজার ৩৭১ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫৭ কোটি ৩১ লাখ ৬৯ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইফাদ অটোস্ লিমিটেড। কোম্পানিটির মোট ৩৬ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির মোট ৮ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট ২ কোটি ২৫ লাখ ৭২ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন, এসিআই লিমিটেড, এ্যাডভেন্ট ফার্মা, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবল, কনফিডেন্স সিমেন্ট, ডমিনেজ স্টিল, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, লাফার্জহোলসিম বাংলিাদেশ, ম্যারিকো বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এম এল ডাইং, ন্যাশনাল ক্রেডিট এ্যান্ড কমার্স ব্যাংক, ওরিয়ন ফার্মা, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, স্কয়ার টেক্সটাইল, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged