ব্লক মার্কেটে ২৮ কোম্পনির লেনদেন ৩০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৮ কোম্পানির মোট ৫৪ লাখ ১ হাজার ৬৭৯ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩০ কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির মোট ৪ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মোট ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আনোয়ার গ্যালভালাইজিং, এশিয়ান ইন্স্যুরেন্স, বার্জার পেইন্ট, ব্র্যাক ব্যাংক, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, কপারটেক, গোল্ডেন হার্ভেস্ট, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, লিনডে বাংলাদেশ, ম্যাকসন্স স্পিনিং, মোজাফ্ফর হোসাইন স্পিনিং, এমএল ডায়িং, মুন্নো সিরামিক, নাহী এ্যালুমিনিয়াম, ন্যাশনাল টিউবস লিমিটেড, ফিনিক্স ফাইন্যান্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রেকিট বেনকিজার বাংলাদেশ, রেনেটা লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসকে ট্রিমস, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged