ব্লক মার্কেটে ২৫ কোম্পানির লেনদেন ৬৫ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ৩৮ লাখ ৩০ হাজার ৮৩০টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৬৫ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির মোট ২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিক্যান টোবাকো। কোম্পানিটির মোট ২৭ কোটি ৪৫ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। কোম্পানিটির মোট ৪ কোটি ৯২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন ফাইবার্স, এডিএন টেলিকম, আর্গন ডেনিমস, বিবিএস ক্যাবলস, বীকন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), সেন্টাল ইন্সুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেমিনী সী ফুড, গোল্ডেন হার্ভেস্ট, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, কহিনূর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল রিসোর্ট, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/সা