ব্লক মার্কেটে ২২ কোম্পানির লেনদেন ১১ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানির মোট  ৩৮ লাখ ৭০ হাজার ৯০১টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ১১ কোটি ৩ লাখ ১৩ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। কোম্পানিটির মোট ১ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এস.এস স্টীল। কোম্পানিটির মোট ১ কোটি  ৯৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংকের মোট ১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন, আর্গন ডেনিম, বেক্সিমকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কপারটেক, ডেল্ট্রা ব্র্যাক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন হারভেস্ট, গ্রামীনফোন, পপুলার লাইফ, প্রভাতী ইন্স্যুরেন্স, রিপাবলিক, শমতা লেদার, সী-পার্ল বীচ, শাহাজালাল ইসলামী ব্যাংক, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা এবং স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged