পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের সক্রিয়তা ভালো লক্ষণ

সূচক ৭ হাজারের কাছাকাছি পৌঁছে যাওয়ায় নতুন করে অনেকে এখন পুঁজিবাজারে বিনিয়োগ করছেন। যাদের বেশির ভাগই সাধারণ শ্রেণির ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী। এদের মধ্যে ৫ থেকে ২০ লাখ টাকা বিনিয়োগ করছেন এমন বিনিয়োগকারীর সংখ্যাই বেশি। বাজারে এখন খুচরা পর্যায়ের বিনিয়োগকারীরা বেশি সক্রিয়। প্রতিদিনই এ ধরনের বিনিয়োগকারী বাজারে যুক্ত হচ্ছেন। বাজার চাঙা থাকায় ছোটদের পাশাপাশি বড় বিনিয়োগকারীরা বেশ সক্রিয় রয়েছেন। এটি অবশ্যই ভালো লক্ষণ।

পুঁজিবাজার প্রাণবন্ত রাখেন সাধারণ বিনিয়োগকারীরা। তারা যদি বাজারে ভরসা খুঁজে পান তা হলে এর গতি বাড়ে। এভাবে একটি অংশগ্রহণমূলক বাজার গড়ে ওঠে। এর একটি সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতে। এ কারণে বাজারে যাতে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা সব সময় নির্বিঘ্ন বিনিয়োগ করার সুযোগ পান সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন।

পুঁজিবাজারে ভয়-ভীতি না থাকলে সাধারণ বিনিয়োগকারীরা ছন্দে থাকেন। তাদের মধ্যে আশার সঞ্চার হয় এবং তারা নিজের সামর্থ অনুযায়ী বাজারে ভূমিকা রাখতে পারেন। আর যদি বাজারে অস্বচ্ছতা দেখা দেয় তখন সাধারণ বিনিয়োগকারীরা আতঙ্কে থাকেন। এ কারণেই বিনিয়োগকারীদের ভরসা পাওয়ার মতো পরিস্থিতি বাজারে বজায় থাকা প্রয়োজন।

Tagged