বিশ্লেষণী মন নিয়ে পুঁজিবাজারে লেনদেন করতে হবে

তথ্যপ্রযুক্তির উৎকর্ষের ফলে এখন অনেকটাই তথ্য পাওয়া সহজ। আবার এসব তথ্যের মধ্যে ঢুকে পড়ে অনেক বানোয়াট, মিথ্যা, গুজবও। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মনগড়া তথ্য থাকে। তাই কেবল ওইসব তথ্যের ওপর নির্ভর করলেই চলবে না, বিশ্লেষণী মন নিয়ে পুঁজিবাজারে লেনদেন করতে হবে।

ঈদের ছুটির পর আজ রোববার পুঁজিবাজারে লেনদেন চালু হচ্ছে। ঈদের আগে বাজারের চিত্র অনেকটাই ইতিবাচক ছিল। ঈদের পরে বাজার কেমন যাবে, সেটি নিয়ে কোনো ধরনের মনগড়া সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে বিনিয়োগকারীদের। এক্ষেত্রে নিজের বিশ্লেষণী ক্ষমতা বাড়াতে হবে। এটি করার জন্য সব সময় পুঁজিবাজর নিয়ে সঠিক পর্যালোচনা ও জ্ঞানার্জন দরকার। দেশে এখন পুঁজিবাজার নিয়ে গুণীজনদের বিশ্লেষণ বই-পুস্তক রয়েছে। এছাড়া ইউটিউব চ্যানেলে ভালো বাজার বিশ্লেষণ ও মূল্যায়ন পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীরা যদি একটু তৎপর হন তা হলে এসব উৎস থেকে পুঁজিবাজার সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারেন। সেই ধারণাগুলো কাজে লাগাতে পারেন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিশ্লেষণে। তাই বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, ভালো করে জেনে বুঝে লেনদেন ও বিনিয়োগ করুন।

Tagged