বিশ্বমানের পুঁজিবাজার প্রতিষ্ঠায় বাধা কোথায়

বর্তমানে এমন একটি বিশ্ববাস্তবতা সামনে হাজির, যা কিনা অতীতে কখনো ছিল না। বিশেষ করে তথ্য প্রযুক্তির অগ্রগতি বিশ্বকে নতুন বাস্তবতায় নিয়ে এসেছে। এখন গোটা বিশ্বকে মনে করা হয় একটি গ্রাম। আর সেই গ্রামের বাসিন্দা আমরা সবাই। এই অবস্থায় নিজেকে গুটিয়ে রাখা সম্ভব নয়। প্রত্যেক জাতি সামর্থ অনুযায়ী অগ্রসর হচ্ছে সামনের দিকে, পরিবর্তনের দিকে। এই মহাযাত্রায় সামিল হয়েই টিকে থাকার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমাদের সামনেও এই চ্যালেঞ্জ বিদ্যমান। বিশেষ করে অর্থনীতিকে এখন আর দেশের হাটবাজারে বন্দি করে রাখার সুযোগ নেই। এর বিশ্বায়নই কার্যকর উপায়। এমন বাস্তবতায় দেশের পুঁজিবাজারকে বিশ্বমানের করে গড়ে তোলার বিকল্প নেই।

বিশ্বমানের পুঁজিবাজার প্রতিষ্ঠায় আমাদের বাধা কোথায়? কী এমন প্রতিবন্ধকতা রয়েছে, যা অনতিক্রম্য? এসব প্রশ্ন মীমাংসা করার সময় এসেছে বলে আমরা মনে করি। যদি কতিপয় অনিয়মকারীকে শায়েস্তা করা যায় তা হলে অনেক কিছুই সহজ হয়ে যাবে, বিশেষজ্ঞদের এমন মতামত রয়েছে পুঁজিবাজার নিয়ে। আমরা মনে করি, বাংলাদেশের অর্থনীতি এখন অনেক দিক থেকে বিকাশের উপযোগী। এটিকে ত্বরান্বিত করতে হলে পুঁজিবাজারের স্বচ্ছতা ও উন্নতি দরকার। এক্ষেত্রে যেসব বাধা রয়েছে সেগুলো অতিক্রম করার মতো সক্ষমতাটুকুই এখন বেশি প্রয়োজন। একটি স্বাধীন দেশে এটি অসম্ভব কিছু নয়।

Tagged