বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারলে পুঁজিবাজারে সুদিন ফিরবেই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে সুদিনের অপেক্ষা। মাস যায়, বছর যায় কিন্তু সুদিন আসে না। এই অপেক্ষার পাথর আগলে রেখে অনেক বিনিয়োগকারী বুকভরা অভিমান নিয়ে পুঁজিবাজার ছেড়ে চলে গেছেন। হাজার হাজার বিনিয়োগকারী লোকসানে পড়ে হতাশায় কান্নায় বুক ভাসিয়েছেন। বর্তমানে তাদের অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন, পুঁজিবাজার ঘুর দাঁড়াচ্ছে। এখন সাম্প্রতিক বাজার নিয়ে অনেকেই আশাবাদী। আমরাও চাই বাজারে সুদিন আসুক। এই প্রত্যাশা অমূলক নয়, যদি বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে পারে পুঁজিবাজার।

একটা সময় গেছে এই পুঁজিবাজার নিয়ে প্রতিদিনই আতঙ্কে থাকতেন বিনিয়োগকারীরা। তারা মনে করতেন, এখানে তাদের বিনিয়োগের সুরক্ষা নেই। এটি হওয়ারও কারণ ছিল। অতীতে কখনো কখনো দেশের পুঁজিবাজার হরিলুটের জায়গা মনে হতো। এই অবস্থা থেকে বর্তমানে বাজার ঘুরে দাঁড়িয়েছে। এর একটা বড় কৃতিত্ব নিয়ন্ত্রক সংস্থার বর্তমান নেতৃত্বের। নেতৃত্ব বদল হওয়ার পর বাজারে বেশ পরিবর্তন এসেছে। এখন এর ধারাবাহিকতা রক্ষা হওয়া দরকার। তা হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরবে। তারা আবার আশা নিয়ে বিনিয়োগে ফিরবেন। এ জন্য সংশ্লিষ্টদের সব সময় সজাগ থাকতে হবে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য।

Tagged