অস্বাভাবিক দরবৃদ্ধি: কোম্পানিগুলোর ক্লান্তিকর জবাব

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সতর্কতা জারি করেছে। কোম্পানি তিনটি হলো- সিভিও পেট্রোকেমিক্যাল, স্টাইলক্রাফট এবং এইচআর টেক্সটাইল। ডিএসই সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হয়। বলা হয় শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিগুলোকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।

কোম্পানিগুলোর এমন জবাব মুখস্থই থাকে। এটি খুবই ক্লান্তিকর। এর গভীর অনুসন্ধান প্রয়োজন। এর আড়ালের বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা থাকতে হবে সংশ্লিষ্টদের। তা হলে বাজারে স্বচ্ছতা আসবে। না হলে বিষয়টির পরিবর্তন হবে না। পুঁজিবাজারে কিছু বিষয় কখনো কখনো রহস্যঘেরা হয়ে ওঠে। এটি বিরল নয়। কথা হচ্ছে, এটি যদি নিয়মে পরিণত হয়ে যায়, তা হলে ক্ষতির আশঙ্কা থাকে। যেভাবেই হোক বর্তমানে বাজারে কিছুটা গতি ফিরে এসেছে। কিন্তু এখানেই শেষ নয়। একটি স্থিতিশীল, গ্রহণযোগ্য পুঁজিবাজারের জন্য আরও চেষ্টা চালিয়ে যেতে হবে।

Tagged