বিনিয়োগকারীদের ভীতি দূর করুন

অনেক বড় বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে পুঁজিবাজার স্থিতিশীল করার জন্য। এসব পদক্ষেপ নেওয়ার ফলে বাজারের উন্নতি কতটুকু? এমন প্রশ্ন হয়তো অনেকের মধ্যেই রয়েছে। কারণ পুঁজিবাজারের স্থিতিশীলতা এখনও অনেক দূরের বস্তু মনে হয়।

পুঁজিবাজার থেকে অস্থিরতা দূর করতে হলে বিনিয়োগকারীদের ভীতি দূর করতে হবে। এ জন্য শুধু পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নয়, সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। বিএসইসির ওপর সব দায় চাপিয়ে বসে থাকলে হবে না। সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পদক্ষেপ বাস্তবায়নে কাজ করতে হবে। কারণ অতীতে দেখা গেছে সব পক্ষের মধ্যে সমন্বয়ের অভাব। এ কারণে অনেক ভালো সিদ্ধান্তও মাঠে মারা যায়। সব সংস্থা যেহেতু একই সরকারের অধীনে তাই সরকারের ইতিবাচক সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের উদ্যোগ দরকার। বিশেষ করে দেশের অর্থনীতির স্বার্থে কাজ করতে তো কারো আপত্তি থাকার কথা নয়। আমরা মনে করি এ দেশের মানুষ অনেক বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। তারা প্রমাণ করেছে দেশপ্রেম আর সততা থাকলে সব কিছু করা সম্ভব। পুঁজিবাজার একইভাবে অগ্রসর হতে পারে।

Tagged