বিনিয়োগকারীদের ডিভিডেন্ড ভোগান্তি কাদের স্বার্থে

আমাদের দেশের পুঁজিবাজারে এমন কিছু অদ্ভুত নিয়ম রয়েছে, যা পৃথিবীর কোথাও নেই। এসব নিয়মের বেড়াজালে পড়ে পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগকারীরাও বাজারের প্রতি আস্থা হারাচ্ছেন। এসব অদ্ভুত নিয়মের একটি হচ্ছে ডিভিডেন্ড পাওয়া। এখানে চলে কেবল কালক্ষেপণের খেলা। বিনিয়োগকারীদের কাছে ডিভিডেণ্ড পৌঁছানোর ক্ষেত্রে এই কালক্ষেপণ পুঁজিবাজারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিভিডেন্ড পাওয়াটা বিনিয়োগকারীদের অধিকার। কারণ কোনো কোম্পানির শেয়ার কেনা মানে তার মালিকানা কেনা। কিন্তু দেখা যায় সঠিক উপায়ে সঠিক সময়ে তারা ডিভিডেণ্ড পান না। একটা লম্বা সময় নিয়ে এজিএম করা, রেকর্ড ডেট করা, তারপর অযাথাই কালক্ষেপণের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের কাছে ডিভিডেন্ড পৌঁছানো হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ডিভিডেন্ড ঘোষণা শুনে গিয়ে কোনো বিনিয়োগকার সেটি পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ জীবদ্দশায় তিনি ডিভিডেণ্ড পাননি। এমন ধরনের নিয়মের ফলে বিনিয়োগকারীরা এক প্রকার বঞ্চনার শিকার হচ্ছেন। যা পৃথিবীর কোনে দেশেই দেখা যায় না। বিয়টি নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে লিখে আসছি। তারপরও যথাযথ কর্তৃপক্ষের মধ্যে এ নিয়ে তেমন উদ্যোগ নেই। এটি একটি দুঃখের বিষয় হয়ে রয়েছে পুঁজিবাজারে। আমরা জানি না এই দুঃখ কবে ঘুচবে।

Tagged