বিনিয়োগকারীদের আহাজারি বাড়ছে

নতুন বছরেও দেশের পুঁজিবাজারে সূচকের পতন এবং লেনদেনর নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয় আহাজারি বাড়ছে সাধারণ বিনিয়োগকারীদের। তারা আশা করে ছিলেন নতুন বছরে ইতিবাচক দিকে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার। কারণ গত বছর বাজারের অবস্থা খুবই খারাপ ছিলো। এতে বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। তাই তারা প্রত্যাশা করে আছেন এই পরিস্থিতি বদলের। কিন্তু নতুন বছরের গত দুই কার্যদিবসের লেনদেন তাদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।

অনেক বিনিয়োগকারী পুঁজিবাজারের আয় দিয়ে জীবীকার প্রয়োজন মেটান। এখন লাভ দূরের কথা তাদের পুঁজি হারাচ্ছে প্রতিনিয়ত। মাসের পর মাস পুঁজিবাজারে শেয়ারের দরপতন হচ্ছে। ফ্লোরপ্রাইসেও কোনো গতি হচ্ছে না। বাজারের চিত্র দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই বিনিয়োগকারীদের দেয়ালে পীঠ ঠেকে গেছে। ইতিমধ্যেই অনেকে পথে বসেছেন। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এখন এই পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণ দরকার। না হলে পুঁজিবাজারের প্রতি শেষ আস্থাটুকুও আর অবশেষ থাকবে না। এ কারণেই আমরা বলতে চাই দ্রুত বাজার উন্নয়নে নীতিগত বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত।

Tagged