বিনিয়োগকারীদের আতঙ্কে রেখে পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়

পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক ভর করেছে বলে মনে হচ্ছে। অনেকে শেয়ার বিক্রি করে দিতে শুরু করেছেন। মাত্র ছয় কার্যদিবসে প্রায় ৪৫ হাজার বিনিয়োগকারী তাদের বিও (বেনিফিশারি ওনার্স) হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। বিনিয়োগকারীদের বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে এই তথ্য জানা গেছে। এটি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ারই লক্ষণ। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য পুঁজিবাজারের উন্নতি দরকার। এছাড়া বিনিয়োগকারীদের আতঙ্কে রেখে পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানাভাব চেষ্টা করছে পুঁজিবাজারের উন্নতি করার জন্য। এই চেষ্টা তখনই সফল হবে, যখন সব মহল থেকে সমান সমর্থন পাওয়া যাবে। বিশেষ করে পুঁজিবাজার সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে দ্রত সমন্বয় থাকা প্রয়োজন। কারণ, উন্নয়নের বিষয়টি কেবল বিএসইসির মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এবং নিয়ন্ত্রক সংস্থার মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যায়। এর প্রভাবও পুঁজিবাজারে নানাভাবে পড়তে দেখা গেছে। এটি কোনোভাবেই কাম্য নয়।

Tagged