বিডি অটোকার্সের নগদ লভ্যাংশ অনুমোদন

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বিডি অটোকার্সের পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। গত ১৫ ডিসেম্বর, রোববার কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদিত হয়।

এর আগে কোম্পানিটি ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। যেহেতু কোম্পানিটি পুঞ্জিভূত লোকসানে ছিল তাই লোকসানে থেকে বোনাস শেয়ার ঘোষণা আইন পরিপন্থি হয়। তাই কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনায় লভ্যাংশ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত গত ১৫ ডিসেম্বর, ২০১৯ তারিখে কোম্পানির এজিএমে অনুমোদিত হয়। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

এসএমজে/২৪/বা

Tagged