বিএসইসির আহ্বানেও আস্থা ফিরছে না বাজারে

পুঁজিবাজারে সংশ্লিষ্ট সব পক্ষকে সক্রিয় হতে সম্প্রতি অনুরোধ জানিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে বাজারসংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে গত বুধবার আয়োজিত এক সভায় এ অনুরোধ জানানো হয়। ওই সভায় বাজারসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওই সভার পরদিনই বাজারে যথারীতি দরপতন হয়েছে। লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।

ওই সভায় বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বর্তমান মন্দাবাজারে গতি সঞ্চার করতে সব প্রতিষ্ঠানকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সক্রিয় হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে বাজারে গতি ফিরিয়ে আনেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই টাকা নিয়ে বসে আছেন। শুধু বাজারে গতি নেই বলে বিনিয়োগ করতে সাহস পাচ্ছেন না।’

নিয়ন্ত্রক সংস্থার প্রধানের এমন আশাবাদও পুঁজিবাজারে আশার আলো ছড়াতে পারেনি। বিষয়টি উদ্বেগের বিষয়। এই উদ্বেগ কাটানোর দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থারই। তবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরানোর জন্য এখন বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। সে ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কতটা কার্যকর সিদ্ধান্ত নিতে পারে সেটিই দেখার বিষয়।

Tagged