বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি বরাদ্দ পেয়েছে ইফাদ

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩০ একর জমি বরাদ্দ পেয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কোম্পানিটিকে এই জমি বরাদ্দ দিয়েছে।

কোম্পানিটিকে শিল্প উন্নয়ন পরিচালনা, বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামো নির্মাণের জন্য মিরসরাই-ফেনী বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে এই জমি বরাদ্দ দেয়া হয়েছে। ভাড়া হিসেবে ৫০ বছরের জন্য এই জমি ইজারা দেয়া হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে চুক্তি সম্পন্ন হওয়ার পর অন্যান্য তথ্যাদি প্রকাশ করবে কোম্পানিটি। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged