প্রান্তিক প্রকাশ করেছে ৭ কোম্পানি

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭ কোম্পানি আজ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে। কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনারস, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, শমরিতা হাসপাতাল, এডিএন টেলিকম, এএমসিএল(প্রাণ), রংপুর ফাউন্ড্রি এবং জিপিএইচ ইস্পাত লিমিটেড।

ইভিন্স টেক্সটাইল এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ১১.০১ টাকা গত বছর একই সময়ে ছিল ১৪.১৪ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ২১.২৫ টাকা গত বছর একই সময়ে ছিল ২৮.৬৪ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ০.৭২ টাকা গত বছর ছিল ৩.০২ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ৩২৪.৮১ টাকা এবং ৩১ ডিসেম্বর ২০১৮ যার পরিমান ছিল ২৮৬ টাকা।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৪৫ টাকা গত বছর একই সময়ে ছিল ০.৬৬ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ২.৬৬ টাকা গত বছর একই সময়ে ছিল ১.৩০ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৫.৬৩ টাকা গত বছর ছিল ৩.৮৩ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ৩৪.৪২ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ৩১.৯৫ টাকা।

শমরিতা হাসপাতাল এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১৯ টাকা গত বছর একই সময়ে ছিল ০.৫২ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ১.১২ টাকা গত বছর একই সময়ে ছিল ১.০১ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ১.০৬ টাকা গত বছর ছিল ১.৬৬ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ৫২.১০ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ৫২.৫৫ টাকা।

এডিএন টেলিকম এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৬২ টাকা গত বছর একই সময়ে ছিল ০.৩৮ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ১.২৩ টাকা গত বছর একই সময়ে ছিল ০.৮৬ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ০.৩৭ টাকা গত বছর ছিল ২.০৮ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ২৩.৮৪ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ২১.০৩ টাকা।

এএমসিএল(প্রাণ)এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ২.১৩ টাকা গত বছর একই সময়ে ছিল ১.৭৮ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.২৪ টাকা গত বছর একই সময়ে ছিল ৪.২১ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৫.৪১ টাকা গত বছর ছিল ২২.৯৯ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ৮০.৫৩ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ৭৯.৪৯ টাকা।

রংপুর ফাউন্ড্রি এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ১.০৬ টাকা গত বছর একই সময়ে ছিল ১.০৫ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ২.১৮ টাকা গত বছর একই সময়ে ছিল ২.১৯ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ২.৩২ টাকা গত বছর ছিল ১.৭৮ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ২৬.৮০ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ২৬.৯২ টাকা।

জিপিএইচ ইস্পাত এর (অক্টোবর-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা গত বছর একই সময়ে ছিল ০.৪২ টাকা।(জুলাই-ডিসেম্বর ১৯) শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৮৬ টাকা গত বছর একই সময়ে ছিল ০.৮৮ টাকা।(জুলাই- ডিসেম্বর ১৯) কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (এনওসিএফপিএস) হয়েছে ৩.৮২ টাকা গত বছর ছিল ১.১৮ টাকা, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত সময়ে কোম্পানিটির নেট এ্যাসেট ভ্যালু(এনএভি) হয়েছে ১৭.০৯ টাকা এবং ৩০ জুন ২০১৯ যার পরিমান ছিল ১৭.৫৯ টাকা।

এসএমজে/২৪/ঝি

Tagged