পুঁজিবাজার বিনিয়োগবান্ধব হলে অর্থনীতি উপকৃত হবে

করোনা মহামারি পৃথিবীতে বড় ধরনের একটি ঝাকুনি দিয়েছে। এটি অর্থনীতির ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর ফলে নানামুখি সংকট সৃষ্টি হয়েছে সমাজে। বিশেষ করে অর্থনীতিতে অনেক ধরনের জটিলতা তৈরি হয়েছে। তবে বর্তমানে পরিস্থির উন্নতি হওয়া বিশ্বব্যাপী অর্থনীতিতে নতুন করে ভাবনা শুরু হয়েছে। এর মধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিকে ভিন্ন মাত্রায় প্রভাবিত করছে। তবে এসব প্রভাব তুলনামূলক আমাদের পুঁজিবাজারে কম। তারপরও এক শ্রেণির অসাধু চক্র নানা ধরনের গুজব ছড়িয়ে বাজারের ক্ষতি করতে চাইছে। এই ধরনের চেষ্টা অতীতেও হয়েছে। এখন দরকার হচ্ছে কঠোরভাবে পরিস্থিতি মোকাবেলা করা। যাতে একটি বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে ওঠে। এটি সম্ভব হলে দেশের অর্থনীতি উপকৃত হবে।

স্বাভাবিকভাবেই যুগে যুগে অর্থনীতিতে নানামুখী সংকট দেখা গেছে। আবার সেই সংকট কেটেও গেছে। যে জাতি যত বেশি গঠনমূলকভাবে পরিস্থিতি সামাল দিতে পারে, তার সুফলও সেইভাবে আসে। এখন আমরা এসব ক্ষেত্রে কতটা উদ্ভাবনী চিন্তা করতে পারি, তার উপর নির্ভর করছে অনেক কিছু। তাই সবার আগে পুঁজিবাজারকে বিনিয়োগবান্ধব করতে হবে। তা হলে পরিবর্তন সম্ভব।

Tagged