পুঁজিবাজার বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই: বিএসইসি

এসএমজে ডেস্ক:

আবারও বাড়ছে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ।বিনিয়োগকারীদের মাঝে দেখা দিয়েছে নেতিবাচক প্রবলতা ।করোনা সংক্রমণ বাড়লে দেশের পুঁজিবাজার আবারও বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করছে বিনিয়োগকারীরা। যার ফলে পুঁজিবাজারে শেয়ার বিক্রির চাপ বেড়ে দেখা দিচ্ছে বড় দরপতন ।

এ প্রসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে জানান- করোনা সংক্রমণ বাড়লেও বিনিয়োগকারীদের আতঙ্ঙ্কের কিছু নেই। বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজার বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বিএসইসির । এছাড়া গত বছরের মত করোনা সংক্রামণ ঠেকাতে সরকারের লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

তিনি আরও বলেন- বর্তমান পরিস্থিতিতে ব্যাংক, পুঁজিবাজার কোনোটাই বন্ধ থাকবে না। বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কিছু নেই। বিনিয়োগকারীরা নির্ভয়ে বিনিয়োগ করতে পারেন।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরেই পুঁজিবাজার দরপতনের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে বাজারে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে।গত ১৬ মার্চ ২০২১ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স  ইনডেক্স ১৬  পয়েন্ট কমে ৫৫১৬ পয়েন্টে এসে দাড়ায়। আজও মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন চলছে।

এসএমজে/২৪/মি

Tagged