পুঁজিবাজার অস্থির থাকলে ফায়দা হয় কতিপয় চক্রের

স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে এসে দেশে বিভিন্ন খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এসব পরিবর্তন বাইরে থেকে কেউ এসে করে দেয়নি দেশের মানুষই করেছে। কিন্তু পুঁজিবাজারের ক্ষেত্রে কতটা পরিবর্তন এসেছে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের সামগ্রিক অর্থনীতির বিকাশ নিয়ে নানা ধরনের বক্তব্য রয়েছে। তার মধ্যে সব চেয়ে বড় একটি বিষয় হচ্ছে, আগামীতে দেশ একটি মধ্যম আয়ের অর্থনীতির কাতারে পড়তে যাচ্ছে। এটি নিঃসন্দেহে ভালো খবর। এখন কথা হচ্ছে এর সঙ্গে তাল মিলিয়ে চলতে পুঁজিবাজার কতটা প্রস্তুত? বিশেষ করে পুঁজিবাজারের সমস্যাগুলো চিহ্নিত করে এর করণীয় ঠিক করা কতটা সম্ভব হয়েছে? এভাবে প্রশ্ন করতে থাকলে লেখা আরও দীর্ঘ হবে কিন্তু প্রশ্ন শেষ হবে না।

উন্নতবিশ্বে অর্থনীতিতে পুঁজিবাজার যেভাবে কাজ করছে, বাস্তবতা হচ্ছে, আমাদের এখানে সেভাবে কাজ করছে না। এই অভিযোগ বাজার সংশ্লিষ্টদের দীর্ঘ দিনের। বিশেষ করে পুঁজিবাজারে সুশাসন প্রতষ্ঠিা করার কাজটি এখনও খুবই কঠিন হয়ে আছে। এই বিষয়টি বাদ দিয়ে বাজারের উন্নতি সাধন হওয়া সম্ভব নয়।  আর এ কারণে বাজারে নানা সময় অস্থিরতা দেখা দেয়। অস্থিরতাকে পুঁজি করে কতিপয় চক্র ফায়দা লুটে নেয়। এর অবসান হওয়া প্রয়োজন।

Tagged