পুঁজিবাজারে দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত করা হোক

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জিরো প্রাইসে সেল দেওয়া নয় ব্রোকারেজ হাউজের সেই ১৫ ট্রেডারের লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে।

গতকাল বুধবার সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে এই সংক্রান্ত চিঠি জারি করেছে বিএসইসি। গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা যায়।

বিএসইসি বলছে, আলোচিত ট্রেডারদেরনিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের (ডিবিএ) করা আবেদন বিবেচনায় নিয়ে মানবিক কারণে ওই আদেশ প্রত্যাহার করেছে কমিশন।

কমিশনের চিঠিতে আগামীতে লেনদেনের ক্ষেত্রে সব বিধিবিধান সঠিকভাবে পরিপালন এবং কোনো আইন লংঘন না করতে ওই ট্রেডারদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল পুঁজিবাজারে বড় দর পতন হয়। এই সময় নয়টি ব্রোকারহাউজ থেকে বিধিবিধান লংঘন করে ‘জিরো প্রাইসে’ শেয়ার বিক্রির চেষ্টা করে আলোচিত ট্রেডাররা দরপতনে ভূমিকা রাখেন বলে বিএসইসির পর্যবেক্ষণে বলা হয়। এর প্রেক্ষিতে আলোচিত ট্রেডারদেরকে লেনদেন কার্যক্রম থেকে বহিষ্কার করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের নির্দেশ দেয় বিএসইসি।

আমারা বলতে চাই, মানবিক কারণের বিষয়টি যেনো বিনিয়োগকারীদের বেলায়ও দেখা হয়। না হলে পুঁজিবাজারে দুষ্টের দমন শিষ্টের পালন নিশ্চিত করা যাবে না।

Tagged