পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ক্র্যাফটসম্যান ফুটওয়্যার

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় ক্র্যাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড। ফিক্সড প্রাইস পদ্ধতিতে তালিকাভুক্ত হতে কোম্পানিটি রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর দিলকুশায় জীবন বীমা টাওয়ারে রুটস ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান কার্যালয়ে দু’পক্ষের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্র্যাফটসম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লিমিটেড এর চেয়ারম্যান সাদাত হাসেন সেলিম, হাবিবুর রহমান (ম্যানেজার একাউন্টস), মাহবুবুল আলম (হেড অব বিজনেস ডেভলপমেন্ট), কাজী শাহিন উদ্দিন (একাউন্টস এন্ড এডমিন) এবং রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার হাসেন, জিয়াউল হক খন্দোকার (এডভাইসর), শাহ আলম (কনসালটেন্ট), নোমানুর রশীদ (সিওও), সাদিয়া পারভীন (এস এ ভি পি), সিরাজুল ইসলাম (এ ভি পি) সহ দুটি প্রতিষ্ঠানের সম্মানিত কর্মকর্তাগণ উপস্থিত।

উল্লেখ্য , এই ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে কোম্পানিটি এর দ্বিতীয় ইউনিট বাস্তবায়ন পূর্বক বিদেশে দ্রব্য রফতানি করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এসএমজে/২৪/এমএইচ

Tagged