পুঁজিবাজারে গভর্নেন্স প্রতিষ্ঠা করবোই:বিএসইসি চেয়ারম্যান

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন- কেউ আমাদের উপর অসস্তুষ্ট হয়েছে, কেউ মনে করছে আমাদের চলে যেতে হবে। আমরা চলে গেলে চলে যাবো, কিন্তু পুঁজিবাজারে গভর্নেন্স প্রতিষ্ঠা করবোই ।

আজ ১১ অক্টোবর  (রোববার) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২০-এর আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন- গভর্নেন্স মানে একজন বিনিয়োগকারীদের অর্থের নিরাপাত্তা ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া ও তার রিটার্ন দেওয়া। এরজন্য একটি গতিশীল (সেকেন্ডারি ও প্রাইমারি) পুঁজিবাজার করতে চাই।

সংগঠনের প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান। অনুষ্ঠানে ব্রোকার হাউজের সেবা ও বিনিয়োগকারীর অধিকার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও।

এসএমজে/২৪/তা

Tagged