পুঁজিবাজারে কোনো সংস্থার গাফিলতি কাম্য নয়

দেশের পুঁজিবাজারে সংশ্লিষ্ট কোনো সংস্থা বা ব্যক্তির গাফিলতি কাম্য নয়। এই কথা সকলেই বলে থাকেন। আসল কথা হচ্ছে, এই গফিলতির ঘটনা যদি ঘটে সে ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন নজির আছে কী? যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতো তা হলে গাফিলতির ঘটনা ঘটতো না। এর মধ্য দিয়ে পুঁজিবাজার একটি উন্নত ভিত্তির উপর দাঁড়াতে পারতো।

সম্প্রতি পুঁজিবাজারে যেভাবে দরপতন হচ্ছে, এখানে কোনো সংস্থা বা ব্যক্তির গাফিলতি আছে কি না এটি খতিয়ে দেখা উচিত। বিষয়টি যদি নিয়ন্ত্রক সংস্থা করতে না পারে, তা হলে সরকারের সক্রিয় হওয়া প্রয়োজন। কারণ আমাদের ধারণা, সরকারের উচ্চ মহল পুঁজিবাজার বিষয়ে আন্তরিক। সরকার চায় পুঁজিবাজার একটি উন্নত ভিত্তির উপর দাঁড়াক। তারপরও যদি কারো উদাসীনতা থাকে তা হলে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কারণ কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে পুঁজিবাজার নয়। পুঁজিবাজার দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থেই কাজে লাগবে। আর এই বিষয়টিই প্রমাণ করতে হবে নীতিনির্ধারকদের। আমরা এমনটিই আশা করি।

Tagged