পুঁজিবাজারে এত অস্থিরতা কেনো?

গত সোমবার দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থানের পরই মঙ্গলবার দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এর আগে গত সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস দরপতন হয়। একই সঙ্গে কমে যায় লেনদেনের গতি। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস গত রোববার মূল্যসূচকের মিশ্র প্রবণতা দেখা যায়।

তবে সোমবার সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়। একই সঙ্গে ৪০০ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকার ঘরে চলে আসে। এখন কথা হচ্ছে পুঁজিবাজারে এমন অস্থিরতা কেনো? হুট করে সূচকে এমন ধস নামার কারণ কী? এসব বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোনো ব্যাখ্যা আছে কিনা? কারা বাজারকে নিয়ে এমন অস্থিরতা তৈরি করছে, সেটি দ্রুত খুঁজে বের করা প্রয়োজন। না হলে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা আরও বেড়ে যেতে পারে।

Tagged