পুঁজিবাজারে উন্নয়নের পাশাপাশি সুশাসন জোরদার হোক

অনেক সময় উন্নয়ন হলেও আশানুরূপ সুফল পাওয়া যায় না। আমাদের অতীত অভিজ্ঞতায় এ ধরনের নজির অনেক। তাই কেবল উন্নয়ন নয়, পাশাপাশি সুশাসন জোরদার করা হোক। বিশেষ করে দেশের পুঁজিবাজারের জন্য বর্তমান সময়ে বিষয়টি খুবই দরকারি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুনর্গঠনের পর বাজারের কিছুটা উন্নতি হয়েছে, এ কথা অস্বীকার করা যায় না। নিয়ন্ত্রক সংস্থার বেশকিছু উদ্যোগও প্রসংশনীয়। এর সুফল বাজারে দেখা যাচ্ছে। এখন উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। দুটো বিষয়ের সমন্বয় করেই পদক্ষেপ চালিয়ে যেতে হবে। কারণ আমাদের দেশে অনেক কাজের ক্ষেত্রে সমন্বয়হীনতা হরহামেশাই হয়ে থাকে। পুঁজিবাজারেও এই নজির বিরল নয়। তাই বাজারের সুদিনের ফসল যেন কতিপয় লোকের পকেটে চলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই কাজে নিয়োজিত সব সংস্থা বা প্রতিষ্ঠানকে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করতে হবে। কারণ দুর্বিত্তদের কবল থেকে পুঁজিবাজারকে মুক্ত রাখতে হবে। দেশের অর্থনীতি এবং উন্নয়নের স্বার্থেই এটি করা দরকার।

Tagged