পুঁজিবাজারে ‘অতি মেঘে অনাবৃষ্টি’

প্রবাদে আছে ‘অতি মেঘে অনাবৃষ্টি’। কথাটি আমাদের দেশের বর্তমান পুঁজিবাজারের ক্ষেত্রে বেশ মানিয়ে যায়। গত প্রায় ৯ বছর ধরে পুঁজিবাজার অস্বাভাবিক। সূচক হারিয়ে গেছে অর্ধেকেরও বেশি। দরপতনে বিনিয়োগকারীদের পোর্টফলিও প্রায় উজাড়। এ সময়ের মধ্যে পুঁজিবাজারের আকাশে অতি মেঘের তর্জন-গর্জনের মতো সিদ্ধান্ত, আদেশ-নির্দেশ এবং বিভিন্ন বিষয়ে কমিটি হয়েছে। কিন্তু খরা কাটেনি, কাঙ্খিত বৃষ্টি হয়নি। কেনো হয়নি এর সঠিক জবাবদিহিতাও পাওয়া যায়নি।

আসল কথাটি হচ্ছে, জবাবদিহিতা। এটি কেবল পুঁজিবাজারই নয় অন্যান্য ক্ষেত্রেও জরুরি। জবাবদিহিতা না থাকলে গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন, জাতি গঠন সবই ব্যাহত হয়। এই কথাগুলো যে সংশ্লিষ্টরা জানেন না, এমন নয়। জেনেও কোনো প্রতিকার নেই। জবাবদিহিতার বিষয়টি কেবল পুস্তকি বুলি হিসেবে থেকে যাচ্ছে। কার্যকর হচ্ছে না। এর জন্য সবার আগে দরকার গণতান্ত্রিক মানসিকতা। আমাদের জানা-বোঝা দরকার- গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা রয়েছেন, তারা সকলেই দেশের জনগণের কাছে দায়বদ্ধ। কারণ জনগণের টাকায় তাদের রুটি-রুজি হয়। এই জনগণই হচ্ছে সকল ক্ষমতার মালিক। বিষয়টি স্বীকার বা ওয়াদা করেই তারা বিভিন্ন পদে দায়িত্ব পান। দেখা যায় পরে অনেকেই বিষয়টি বেমালুম ভুলে যান এবং ওয়াদা ভঙ্গ করেন। পুঁজিবাজারের কর্তা ব্যক্তিদের বেলায়ও এটি সত্য। তাদের মনে রাখা দরকার, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। আর এ ক্ষতি করার অধিকার কারো নেই। তাই শুধুই কেবল তর্জন-গর্জন আর একটার পর একটা সিদ্ধান্ত নয়, স্বচ্ছতা নিষ্ঠার মধ্য দিয়ে দায়িত্ব পালনা করার বিকল্প নেই। এটি করতে পারলেই পুঁজিবাজারের সংকট থেকে উত্তরণ সম্ভব।

Tagged