পুঁজিবাজারের ভৌতিক আচরণ বন্ধ হবে কবে

একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য অপেক্ষার যেন শেষ নেই। একটু আশার রেখা দেখা দিয়েই আবার মিলিয়ে যায় হতাশায়। পুঁজিবাজারের এমন ভৌতিক আচরণ কবে বন্ধ হবে সেই প্রশ্নই এখন সর্বত্র। এ প্রশ্নের উত্তর হয়তো সহজ নয়, তবুও সব কিছুরই একটা শেষ আছে। পুঁজিবাজারও এই বাস্তবতার বাইরের কিছু নয়। তারপও বাজার নিয়ে সংশয় যেন কাটছেই না। তাই সাধারণ বিনিয়োগকারীদের স্বস্তি পাওয়ার বিষয়টিও দূরবর্তীই মনে হচ্ছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব আসার পর বাজার নিয়ে কিছুটা আশার সঞ্চার হয়েছে। সেটি কতটা বাস্তবায়িত হবে সে বিষয়ে এখনই শেষ কথা বলার সময় আসেনি। কারণ বিএসইসি চেষ্টা করছে বাজারে গুণগত পরিবর্তন আনার জন্য। আমরা মনে করি সেই চেষ্টায় সংশ্লিষ্ট সকলেরই শামিল হওয়া দরকার। তবে আবার সব দায় সরকারের ওপর চাপালেও চলবে না। প্রতিষ্ঠানগুলো কতটা সক্ষম সেটি দেখার বিষয় আছে। দেখতে হবে এখানে যোগ্য লোকজন রয়েছেন কিনা। যোগ্যতা না থাকলে চাপাচাপি করে কোনো কাজ হবে না। দরকার এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়া।

Tagged