বিনিয়োগ নিরাপদ থাকলে উন্নয়নের হাতিয়ার হবে পুঁজিবাজার

উন্নত জাতি হিসেবে গড়ে ওঠার জন্য প্রতিটি দেশেরই চেষ্টা থাকে। এই চেষ্টায় কে কতটা বিচক্ষণ তার ওপর নির্ভর করে বিষয়টি। বর্তমানে যুগে উন্নত জাতি আর উন্নত অর্থনীতি সমার্থক। সেই অর্থনীতির হাতিয়ার হতে পারে পুঁজিবাজার। আমরা সেই লক্ষ্যে এখনও পুঁজিবাজারকে কাজে লাগাতে পারিনি। বিশেষ করে পুঁজিবাজার বিনিয়োগকে এখনও সম্পূর্ণ নিরাপদ করা যায়নি। এর জন্য আমাদের অনেক পথ পারি দিতে হবে।

বেশ কয়েক বছর ধরে উন্নয়ন শব্দটি আমাদের দেশে বেশ চর্চিত। সরকারি-বেসরকারি পর্যায়ে উন্নয়ন প্রসঙ্গে কথা হচ্ছে। যদিও সর্বমহলে উন্নয়ন নিয়ে কিংবা উন্নয়নের ধরন নিয়ে মতভেদ রয়েছে। তবে আমাদের কিছুই উন্নতি হয়নি, এমনটি বলা যাবে না। স্বাধীনতার প্রায় পঞ্চাশ বছরে আমাদের অনেক কিছুই বলার আছে। সামাজিক বিভিন্ন সূচকে আমাদের উন্নতি হয়েছে। এটি শুধু দেশ নয় দেশের বাইরে থেকেও বলা হচ্ছে। এরপরও বলতে চাই, দেশের পুঁজিবাজারকে উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজে লাগানো যায়নি। এটি হলে আমাদের উন্নয়নের গতি আরও বেগবান হতো। বিশেষ করে সুষম উন্নয়ন হতো। পুঁজিবাজারকে কাজে লাগানোর ক্ষেত্রে সর্বাগ্রে মানুষের বিনিয়োগকে নিরাপদ করা চাই। এই কাজটিই বর্তমানে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

Tagged