পুঁজিবাজারের জন্য মার্চেন্ট ব্যাংকের ৮ পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবারের উন্নয়নের লক্ষ্যে মার্চেন্ট ব্যাংক এ্যসোসিয়েশন সুনির্দিষ্ট ৮টি পদক্ষেপের কথা জানিয়েছে। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত গত শনিবারের এক সংবাদ সম্মেলনে বিএমবিএ’র সভাপতি মো. ছায়েদুর রহমান এ কথা বলেন।

সম্প্রতি পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক দেশের তফসিলি ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে বিশেষ তহবিল গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে, এটিকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন মো. ছায়েদুর রহমান।

ব্যাংকগুলোর সমন্নিত এ তহবিলের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ হাজার কোটি টাকা, যার পুরোটাই খরচ করা হবে শেয়ারবাজারের উন্নয়নের জন্য।

৮ পদক্ষেপের মধ্যে রয়েছে:

  • ভালো শেয়ারের সরবরাহ বাড়ানো,
  • সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয়,
  • বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানো,
  • আইন-কানুনের প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ,
  • সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় সাপেক্ষে বিনিয়োগকারীদের স্বার্থ সমুন্নত রাখা,
  • ভালো উদ্যোক্তাদের প্রতি যথাযথ সম্মান দেখানো,
  • অংশীজনের সমন্বয়ে প্রতি ৬ মাসে একটি বৃহৎ সেমিনারের উদ্যোগ নেয়া,
  • আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা ও বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়ে বছরে একটি আন্তর্জাতিক সেমিনার করা। সূত্র: বিএমবিএ

এসএমজে/২৪/তা

Tagged