পুঁজিবাজারকে আতঙ্কমুক্ত করা প্রয়োজন

গত প্রায় একদশকেও বাস্তবায়ন হয়নি স্থিতিশীল পুঁজিবাজার। এ দীর্ঘ সময়ে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেক বিনিয়োগকারী বাজারবিমুখ হয়েছেন। এই আতঙ্কমুক্ত করতে না পারলে বাজার স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না। কিন্তু বাজার স্বাভাবিক করার কাজটি যথাযথভাবে হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের জানুয়ারিতে বড় ধরনের পতনের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাজার উন্নতিদের ইঙ্গিত দেয়। এরপর ফের পতন হতে থাকে। অনেকে মনে করছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হলে বাজার স্বাভাবিক হবে।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার দেশের অর্থনীতির হৃদপিণ্ড হলেও এটি কোনো কোনো মহলের অবহেলার শিকার হচ্ছে। আর এই কারণেই বিনিয়োগকারীরা আতঙ্কে রয়েছেন বলে তারা মনে করছেন।

বিনিয়োগবান্ধব পুঁজিবাজার এখন সময়ের দাবি। এই দাবি পূরণে প্রয়োজনীয় উদ্যোগ দরকার। প্রায় এক দশক ধরে বাজার অস্থিরতার মধ্যে রয়েছে। পৃথিবীর কোথাও এমন নজির নেই। তারপরও কেনো বাজার থেকে অস্থিরতা দূর হচ্ছে না, এটি বোধগম্য নয়। এছাড়া বাজারে নানামুখী জটিলতা সৃষ্টি হয়েছে। অনিয়ম, সুশাসনের অভাব, বিনিয়োগখরা, বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ইত্যাদি কারণে বাজারের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ। দীর্ঘ স্থায়ী উন্নতির জন্য এসব বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে বাজারের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদের বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তাহলেই আতঙ্কমুক্ত হয়ে বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা।

Tagged