পঞ্চাশ বছরে পুঁজিবাজার: দিশা হারিয়েছে বারবার

পঞ্চাশ বছরে বাংলাদেশ। পালিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৯৭১ সালে যে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল বর্তমানে ২০২১ সালে আর সেই দেশটি নেই। বদলে গেছে অনেক কিছু। অর্জিত হয়েছে অনেক সাফল্য। দেশের অর্থনীতির আকার অনেক বড় হয়েছে। জাতীয় বাজেট বড় হয়েছে। রেমিটেন্স ও রপ্তানি আয়সহ অনেকগুলো সামাজিক সূচক ইতিবাচক। এক সময় মার্কিন কূটনীতিক কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। সেই বাংলাদেশ নানা ক্ষেত্রে এখন সাফ্যল্যের দৃষ্টান্ত। তবে পঞ্চাশ বছরে দেশের পুঁজিবাজারে আশানূরপ উন্নতি হয়নি। বিভিন্ন সময় দিশা হারিয়েছে দেশের পুঁজিবাজার। ঘটেছে বহু কেলেঙ্কারির ঘটনাও। কখনো কখনো পুঁজিবাজার নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে সরকারকে। এই বাস্তবতা বদলানো না গেলে দেশের পুঁজিবাজার নিয়ে আমরা বেশি দূর এগোতে পারবো না। তাই স্বাধীনতার সূবর্ণজয়ন্তীকালে পুঁজিবাজার নিয়ে আমাদের নতুন ভাবনা থাকতে হবে। নিতে হবে যুগান্তকারী পদক্ষেপ।

আমরা দেখেছি অনেক সময় সরকারের আন্তরিকতা থাকার পরও কতিপয় চক্রের অশুভ তৎপরতার কারণে পুঁজিবাজার উন্নতির পথে বার বার খেই হারিয়েছে। তাই এখন সময় অনেক গড়িয়ে গেছে। আর কালক্ষেপণের সুযোগ নেই। দ্রুত পুঁজিবাজারের উন্নয়নই ব্রত হওয়া উচিত।

Tagged