পতনের ছক থেকে বের হতে পারছে না পুঁজিবাজার

দেশের পুঁজিবাজারে একদিন উত্থান হলে পরের দিন আবারও পতন দেখা দেয়। আর এই ধারা থেকে কোনভাবেই বের হতে পারছে না পুঁজিবাজার। যার কারণে উত্থান আর পতনের বেড়াজালে আটকে আছে বাজার।

আগেরদিন মঙ্গলবার বড় পতন হলেও তার আগেরদিন সোমবার ছিল বড় উত্থানে। গতকাল বুধবার দিনের শুরু থেকে বাজার উত্থান প্রবণতায় থাকলেও দিনেরশেষে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। যদিও সূচক কিছুটা নামমাত্র ঝলক দিয়েছিলো। এমন ঝলক প্রায়ই দেখা যায়। তারপর আবার মিলিয়ে যেতে সময় লাগে না। এতে দিন দিন ক্ষুদ্র বিনিয়োগকারীদের হতাশা বাড়ছেই।

কিন্তু উত্থান আর পতনের বৃত্ত থেকে কোনভাবেই বের হতে পারছে না পুঁজিবাজার। একদিন উত্থান হলে পরের দিনই পতন দিয়ে দিন পার করছে। বাজারের এই চিত্র এখন যেন বিনিয়োগকারীদের কাছে রুটিন হয়ে গেছে। একদিন সূচক বাড়লেও পরের দিন আবার কমে। তবে সাপ্তাহিক গড় হিসাবে বাজার পেছনেই যাচ্ছে। এতে বোঝা যায় পতনের ছকেই ঘুরছে পুঁজিবাজার। এটি এখন মুখস্থ চিত্র হয়ে গেছে। এর পরিবর্তন না হলে বিনিয়োগকারীরা আরও বেশি হতাশায় পড়বেন।

Tagged