না বুঝে বিনিয়োগ করলে ভরাডুবির আশঙ্কা বেশি

পুঁজিবাজারে বিনিয়োগ করে লাভ-লোকসান দুটোই হতে পারে। অন্য ব্যবসার ক্ষেত্রেও তাই। তবে যিনি জেনেবুঝে বিনিয়োগ করবেন, তিনিই লাভবান হবেন। বিশেষ করে পুঁজিবাজারের একজন বিনিয়োগকারীকে ভালোভাবে জানতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা থাকা উচিত নয়। পুঁজিবাজার সম্পর্কে সব কিছু ভালোভাবে জেনেবুঝে বিনিয়োগ করা প্রয়োজন। না হলে শুধু লোকসানই নয়, রীতিমতো ভরাডুবি বলতে যা বুঝায় সেটিই হওয়ার আশঙ্কা থেকে যাবে।

অনেকে মনে করতে পারেন, ঊর্ধ্বমুখী বাজারে বিনিয়োগ করলেই বোধ মুনাফা হয়ে যাবে। এটি আসলে সঠিক নয়। কোম্পনি সম্পর্কে খোঁজ খবর না নিয়ে হুজুগে পড়ে বিনিয়োগ করলে ঊর্ধ্বমুখী বাজারেও লোকসান হতে পারে। আবার পতনের সময়ও কেউ লাভবান হতে পারেন যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির মৌলভিত্তি একরকম নয়। এখানে দুর্বল মৌলভিত্তির কোম্পানিও আছে। সব কোম্পানির আর্থিক অবস্থা একরকম নয়। ভালো ব্যবস্থাপনার অভাবেও একটি কোম্পানির অবস্থা দুর্বল হতে পারে। এই কারণে কোম্পানি সম্পর্কে, এর আর্থিক অবস্থা সম্পর্কে ভালোভাবে জেনেবুঝে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। সব সময়ের জন্যই এটি সঠিক কাজ।

Tagged