নতুন ব্যাবসা শুরু করবে আমরা টেকনোলজি

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে বিশ্বমানের সিকিউরিটি অপারেশন সেন্টার (এসওসি) নির্মাণাধীন যা বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন। খুব তাড়াতাড়ি এই ব্যাবসার কার্য়ক্রম শুরু করবে। আজ (বৃহস্পতিবার) আমরা টেকনোলজির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কথা জানায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েদ ফারহাদ আহমেদ

গতবছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। এ বছর ৫শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় এজিএমে বিনিয়োগকারীদের মধ্যে তেমন নেতিবাচক প্রবনতা দেখা যায়নি।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন-বর্তমানে টেকনোলজি খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেতাই আমরা শুধু একটি টেকনোলজি নিয়েই বসে থাকতে চাচ্ছিনা, সব টেকনোলজি নিয়েই কাজ করতে চাচ্ছিএর অংশ হিসেবে আমরা ভারতের সেভেন সিস্টারস্ ইন্টারনেট বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছি

সায়েদ ফারহাদ আহমেদের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন- কোম্পানির চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদসহ কোম্পানির কর্মকর্তা এবং সাধারন বিনিয়োগকারীরা।

এসএমজে/২৪/মি

Tagged