প্রায় একযুগের দুর্দশা কাটিয়ে বর্তমানে পুঁজিবাজার কিছুটা সম্ভাবনা জাগিয়ে তুলতে পেরেছে। তবে এখনই বলা যাবে না, পুঁজিবাজার নিয়ে দুর্ভাবনা একেবারে কেটে গেছে। কারণ দুষ্টচক্রের আনাগোনা বন্ধ না হওয় পর্যন্ত দুর্ভাবনা থাকবে। একটি সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য যতটুকু করা দরকার, তার সবটাই করতে হবে। কম হলে চলবে না। এটি এন্ট্রিবায়োটিক ডোজের মতো। সম্পূর্ণ ডোজ প্রয়োগ করতে হবে। না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থেকে যাবে।
অতীতেও দেখা গেছে, পুঁজিবাজার কিছু সময়ের জন্য ভালো হয়েছে। বিনিয়োগকারীরা দলে দলে সক্রিয় হয়েছেন। বাজার চাঙ্গা হয়েছে। এরপর দুষ্টচক্র সক্রিয় হয়ে সর্বনাশ করেছে। বাজার আবার বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে। লাখ লাখ বিনিয়োগকারী হতাশ হয়েছেন। অনিয়ম ও লুটপাটকারীরা অর্থ হাতিয়ে নিয়ে বাজার থেকে সরে পড়েছে।
এখন কথা হচ্ছে, এসব কেনো হয়েছে? আমরা বলবো, কার্যকর ব্যবস্থাপনা না থাকার কারণেই এটি সম্ভব হয়েছে। যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হতো, আইনের শাসন প্রতিষ্ঠা হতো তা হলে এসব ঘটনা ঘটতে পারতো না। এ কারণেই আমরা বলতে চাই কঠোর পদক্ষেপের মাধ্যমে পুঁজিবাজার থেকে দুষ্টচক্র নির্মূল করতে হবে।