দুষ্টচক্র দমন করেই পুঁজিবাজার নিয়ে অগ্রসর হতে হবে

পুঁজিবাজার নিয়ে বিভিন্ন ধরনের ইতিবাচক তৎপরতায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি বলা যায়, নিকট অতীতে আগের কমিশনগুলো যদি এতটা সক্রিয় পদক্ষেপ নিতে পারতো। তা হলে পুঁজিবাজার নিয়ে আমাদের গর্ব করার মতো একটা ব্যাপারও হতে পারতো। সেটি না হয়ে বরং গত এক দশক পুঁজিবাজার নিয়ে হতায়শায় পুড়তে হয়েছে সব মহলকে। এই হতাশা দূর করার ক্ষেত্রে বর্তমান কমিশন খুবই কার্যকর উদ্যোগ নিয়েছে। তারপরও পুঁজিবাজার থেকে দুষ্টচক্র নিমূর্ল হয়ে গেছে এমনটি বলার সময় এখনও আসেনি। আর এ কারণে সব মহলের সতর্কতা খুবই দরকার।

বিশেষ করে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিষয়ে খুবই কঠোর হওয়া দরকার নিয়ন্ত্রক সংস্থার। কারণ কতিপয় কোম্পানির সংশ্লিষ্টদের যোগসাজশ না থাকলে দুষ্টচক্রের দাপট কমতে থাকবে। কোম্পানিগুলোর সব ধরনের প্রতিবেদন ও তথ্য যদি নিয়ম মেনে প্রকাশ করা হয়, তা হলে কারসাজিচক্র খুব একটা সুবিধা করতে পারবে না। এই চক্র যদি বাজার থেকে নিমূর্ল করা যায় তা হলে একটা গুণগত পরিবর্তনও আশা করা যায়। এর মধ্য দিয়েই পুঁজিবাজার নিয়ে অগ্রসর হওয়া উচিত।

Tagged