ডিএসইতে আসতে পারে নতুন ইনডেক্স

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন ইনডেক্স যোগ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের মধ্যেই একটি নতুন ইনডেক্স যোগ করা হতে পারে ডিএসইতে। নতুন ইনডেক্স যোগ হলে ডিএসইর মোট চারটি ইনডেক্স হবে। এ ইনডেক্স গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি শেনজেন স্টক এক্সচেঞ্জের সাথে সমন্বয় করার জন্য খুব শিগগিরই চায়না যেতে পারে বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি এসএমজে২৪ ডটকমকে জানান, স্ট্রেটেজিক পার্টনারের সাথে কাজ করার অংশ হিসেবে এবছর নতুন ইনডেক্স যোগ করা হতে পারে। ইনডেক্সটি হবে মার্কেট মূলধরনের ওপর ভিত্তি করে। শেনজেনে তিনটি ক্যাটাগরিতে ইনডেক্সটি আছে। ক্যাটাগরিগুলো হচ্ছে বড় বাজার মূলধন, মাঝারি বাজার মূলধন ও ক্ষুদ্র বাজার মূলধন। তবে আমাদেরটি বাজার মূলধনের উপর ভিত্তি করে একটি ক্যাটাগরিতে করা হবে।

এবিষয়ে একজন বাজার বিশ্লেষকের মতামত জানতে চাইলে তিনি বলেন, ডিএসইতে এরকম নতুন একটি ইনডেক্স যোগ করা হলে ডিএসইতে বিনিয়োগকারীদের লেনদেনের একটি নতুন সুযোগ হবে ফলস্বরূপ ডিএসইতে লেনদেনের পরিমাণও বাড়তে পারে।

এসএমজে/২৪/বা

Tagged