টপটেন গেইনারের শীর্ষে থাকা কোম্পানী

এসএমজে ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড। শেয়ারটি সর্বশেষ ১৫২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ বা ১৩ টাকা ৮০ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এ শেয়ার সর্বশেষ ১৫২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১৮ লাখ ৩২ হাজার ১৫৪ টি শেয়ার ৪ হাজার ১৬৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৬ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ বা ৩৪ টাকা ৪০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৪২৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ৮৫ হাজার ৭৮২ টি শেয়ার ১ হাজার ২৪১ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৬২ লাখ ৬৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা জেমিনী সী ফুড লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭২ শতাংশ বা ২৪ টাকা ৯০ পয়সা। শেয়ারটি সর্বশেষ ৩১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এ দিন কোম্পানির ১ লাখ ৬৯ হাজার ৩০ টি শেয়ার ২ হাজার ৩৬৩ বার হাত বদল হয়। যার বাজার মূল্য ৫ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে মুন্নু জুট স্টাফলার লিমিটেডের ৬ দশমিক ১১ শতাংশ, জেএমআই সিরিঞ্জস্ ও মেডিকেল ডিভাইস লিমিটেডের ৪ দশমিক ৮১ শতাংশ, আরামিট লিমিটেডের ৪ দশমিক ৫৯ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৪৩ শতাংশ, সোনালী আঁশ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ৪ দশমিক ৮৩ শতাংশ, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ৫৩ শতাংশ ও রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের ৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এসএমজে/২৪/বা