ছকে বাঁধা চিত্র দেখা যাচ্ছে পুঁজিবাজারে

দেশের পুঁজিবাজারে এক ধরনের ছকে বাঁধা চিত্র দেখা যাচ্ছে। একই বৃত্তে যেনো ঘুরপাক খাচ্ছে বাজার। কয়েক দিন সূচক পতনের পর হঠাৎ একদিন বাড়ছে। গত কয়েক মাস ধরেই এমনটি দেখা যাচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থাসমূহের সমন্বয়হীনতা, সিদ্ধান্ত গ্রহণে কালক্ষেপণের কারণে বাজারের সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না। এতে করে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা দৃশ্যমান হচ্ছে। যার প্রভাব পড়ছে লেনদেনে। এই বাস্তবতায় করণীয় ঠিক করা দরকার। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে বিনিয়োগকারীদে মধ্যে হতাশা বাড়তেই থাকবে।

অনেক চেষ্টার পর দীর্ঘ প্রায় এক দশক পর বাজারে পরিবর্তন দেখা গেলেও এখন আবার নতুন করে মন্দা দেখা যাচ্ছে। এটি কী কারণে হচ্ছে, খতিয়ে দেখা দরকার। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও জরুরি। বিশেষ করে পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা এখন সময়ের দাবি। দেশের অর্থনীতির স্বার্থেই পুঁজিবাজারের উন্নতি প্রয়োজন। কিন্তু দেখা যায় কতিপয় চক্রের অনিয়মের কারণে বাজার বার বার হোঁচট খাচ্ছে। এটি কোনো মতেই কাম্য নয়। তাই সংশ্লিষ্টদের উচিত বিষয়টির গুরুত্ব অনুধাবন করা।

Tagged