কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত হওয়া প্রয়োজন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত হওয়া প্রয়োজন। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে কেবল বিনিয়োগকারীই নয় গোটা পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে আর্থিক প্রতিবেদন তৈরির পুরো প্রক্রিয়া হওয়া চাই পরিচ্ছন্ন। এই প্রতিবেদনের ওপর নির্ভর করে কোম্পানির চেহারা বুঝতে চান বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টরা। এখানে যদি গলদ থাকে তাহলে পুরো প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

সাধারণত দেখা যায়, আমাদের দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে গরমিল থাকার বিষয়টি নতুন নয়। এ কারণে অনেক সময়ই কোম্পানির প্রকৃত চিত্র দেখা থেকে বঞ্চিত হন সাধারণ বিনিয়োগকারীরা। মনে রাখা প্রয়োজন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার অর্থ কোম্পানির মালিকানা কেনা। তাই স্বচ্ছ আর্থিক প্রতিবেদন দেখার বিষয়টি বিনিয়োগকারীদের অধিকার। এই অধিকার যথাযথভাবে রক্ষা হচ্ছে কিনা, এটি দেখার জন্য সরকারের নির্ধারিত সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠান যদি সঠিকভাবে দেখভাল করে তাহলে বিষয়টি নিয়ে জটিলতার আশঙ্কা কমে যায়। তাই আমরা বলতে চাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে প্রয়োজনীয় মাত্রায় সক্রিয় হোক। তা হলে অনেক দিক থেকে পুঁজিবাজারও স্বচ্ছ একটি প্লাটফর্ম হিসেবে গড়ে উঠবে।

Tagged