কিছুই কি করার নেই পুঁজিবাজার নিয়ে

দেশের পুঁজিবাজারে এখন লেনদেন হওয়া মানেই আবার দরপতন। সূচক কত বছরের মধ্যে সর্বনিম্ন, দরপতন কত বছরের মধ্যে সর্বোচ্চ—এসব তথ্য খুঁজে বের করাই যেন এখন মূল কাজ। এর বাইরে কি কিছুই করার নেই পুঁজিবাজার নিয়ে?

চলতি বছরের ২৪ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ছিল ৫ হাজার ৯৫০ পয়েন্ট। সেই সূচকই গত রোববার নেমে এসেছে ৪ হাজার ৪৯৮ পয়েন্টে। অথচ এ সময় অর্থনীতি এগিয়েছে, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে নতুন রেকর্ড হয়েছে। এমন সময় পুঁজিবাজার করছে উল্টো আচরণ। এর কারণ কী? পুঁজিবাজার কি দেশের বাইরের কিছু? বলা হচ্ছে দেশে বাজেট বাড়ছে, অর্থনীতির আকার বাড়ছে জিডিপি বাড়ছে। তাহলে পুঁজিবাজারের এই হাল কেনো? এই বাস্তবতায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর কি কিছুই করার নেই? বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কী উদ্যোগ নিচ্ছে? এই সংস্থার কাজই তো পুঁজিবাজার নিয়ে ভাবা। কিন্তু সেই ভাবনার কোনো ছাপ তো দেখা যাচ্ছে না। সেখান থেকে স্পষ্ট কোনো বক্তব্যও আসছে না। তাহলে কী করছে নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্টরা? এটিই এখন মানুষের সব চেয়ে বড় প্রশ্ন।

Tagged