করোনা সহায়তায় অনিয়ম: কঠোর শাস্তি হোক

কিছু কিছু সময় আসে মানুষকে অতি মাত্রায় মানবিক করে তোলে। এমনই একটি সময় ছিল ১৯৭১। এসময় কতিপয় রাজার দৃর্বৃত্ত ছাড়া দেশের সব মানুষই অধিক মানবিক ছিল। তারা মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। অসহায় মানুষকে আশ্রয়, খাবার, পরিধান ও প্রয়োজনীয় সেবা দিয়েছিল। জীবন বাজি রেখে অনেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা ও আশ্রয় দিয়েছিল। এমনকি প্রতিবেশি ভারতের অনেক নাগরিকও অসহায় বাঙালিদের সহায়তা করেছে।  বর্তমানে মুক্তিযুদ্ধ না হলেও বাংলাদেশের ইতিহাসে সবচেয় বড় বিপর্যয়কাল পার করছে দেশ। একই সঙ্গে বিশ্বব্যাপী চলছে এই বিপর্যয়। আমাদের দেশে লকডাউনের ফলে কর্মহীন মানুষ খাদ্য সংকটে পড়েছে। তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছ সরকার। দেয়া হচ্ছে সাশ্রয়ী দামে খাদ্যসামগ্রী।  এক শ্রেণির লোক গরিবের এসব হক আত্মসাৎ করছে বলে বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক ও অমানবিক। এ ধননের অপরাধের কঠোর শাম্তি হওয়া উচিত। বিশেষ করে যেসব জনপ্রতিনিধি এই অনিয়মে জড়াচ্ছেন, তারা যাতে ভবিষ্যতে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে না পারেন সেই ব্যবস্থা করা প্রয়োজন। একইসঙ্গে যারাই এধরনেে অপরাধে জড়াবেন, তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।