করোনার প্রভাবে আন্তর্জাতিক শেয়ারবাজারে ব্যাপক পতন

নিজস্ব প্রতিবেদক:

সারাবিশ্বে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে মারা গেছে মোট ২৯৭৯ জন। আর আক্রান্ত প্রায় ৮৬ হাজার জন। মৃতের সংখ্যায় চীনের পরের অবস্থানে রয়েছে ইরান। বিশ্বজুড়ে করোনার এই আতঙ্ক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক শেয়ারবাজারের ওপরও।

ভয়াবহ দরপতন হয়েছে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে। গত সপ্তাহে বিশ্ব শেয়ারবাজারে এরকম দরপতনের পরিমাণ এর আগে খুব কমই হয়েছে। বিশ্ব পরিস্থিতি আতঙ্কিত থাকায় শেয়ারবাজারে ব্যাপক দরপতন চলছে। বাদ পড়েনি এশিয়ার শেয়ারবাজারও।

যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারের চিত্র:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার: 

শেয়ারবাজারের নাম পরিবর্তন বর্তমান অবস্থান
ডাউ জোন্স (আমেরিকা) -৩৫৭.২৮ পয়েন্ট ২৫৪০৯.৩৬ পয়েন্ট
এসঅ্যান্ডপি ৫০০ (আমেরিকা) -২৪.৫৪ পয়েন্ট ২৯৫৪.২২ পয়েন্ট
নাসডাক (আমেরিকা) ০.৯৮ পয়েন্ট ৮৫৬৭.৩৭ পয়েন্ট
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (আমেরিকা) -১৬৬.২৯ পয়েন্ট ১২৩৮০.৯৭ পয়েন্ট
টিএসএক্স (কানাডা) -৪৫৪.৩৯ পয়েন্ট ১৬২৬৩ পয়েন্ট

ইউরোপের শেয়ারবাজার: 

শেয়ারবাজারের নাম পরিবর্তন বর্তমান অবস্থান
এফটিএসই-১০০ (ইংল্যান্ড) -২১৫.৭৯ পয়েন্ট ৬৫৮০.৬১ পয়েন্ট
ডেক্স ইনডেক্স (জার্মানী) -৪৭৭.১১ পয়েন্ট ১১৮৯০.৩৫ পয়েন্ট
সিএসি-৪০ (ফ্রান্স) -১৮৫.৭০ পয়েন্ট ৫৩১০ পয়েন্ট
এফটিএসই এমআইবি (ইতালী) -৮১৫.১৬ পয়েন্ট ২১৯৮৪.২১ পয়েন্ট
আইবিইএক্স ৩৫ (স্পেন) -৩১৩.৩৩ পয়েন্ট ৮৬৯০ পয়েন্ট

এশিয়ার শেয়ারবাজার: 

শেয়ারবাজারের নাম পরিবর্তন বর্তমান অবস্থান
নিক্কি ২২৫ (জাপান) -৮০৫.২৭ পয়েন্ট ২১১৪২.৯৬ পয়েন্ট
সাংহাই সী কম্পোজিট (চীন) -১১১.০৯ পয়েন্ট ২৮৮০.৩০ পয়েন্ট
হ্যাং সেং ইনডেক্স (হংকং) -৬৪৮.৬৯ পয়েন্ট ২৬১২৯.৯৩ পয়েন্ট
সেনসেক্স ইনডেক্স (ভারত) -১৪৪৮.৩৭ পয়েন্ট ৩৮২৯৭.২৯ পয়েন্ট
কেওএসপিআই (দক্ষিণ কোরিয়া) -৬৭.৮৮ পয়েন্ট ১৯৮৭ পয়েন্ট
এফটিএসই স্ট্রেট টাইম (সিঙ্গাপুর) -১০০.৬২ পয়েন্ট ৩০১১.০৮ পয়েন্ট
কেএসই ১০০ (পাকিস্তান) -১০৩.৭০ পয়েন্ট ৩৭৯৮৪ পয়েন্ট
ট্রেডপিক্স (ইরান) -১৮০৪৯ পয়েন্ট ৫০৫৮০১.০০ পয়েন্ট

অস্ট্রোলিয়ান শেয়ারবাজার:

শেয়ারবাজারের নাম পরিবর্তন বর্তমান অবস্থান
এএসএক্স ৫০ (অস্টোলিয়া) -২০৪.৬০ পয়েন্ট ৬৪২৮ পয়েন্ট
অস্টোলিয়ান অল (অস্টোলিয়া) -২২৫.৯০ পয়েন্ট ৬৫১২ পয়েন্ট
এনজেডএক্স ৫০ (নিউজিল্যান্ড) -১৭৬.০১ পয়েন্ট ১১২৬১ পয়েন্ট

আফ্রিকান শেয়ারবাজার:

শেয়ারবাজারের নাম পরিবর্তন বর্তমান অবস্থান
এনএসই অল শেয়ার (নাইজেরিয়া) -৫৯১.৭৮ পয়েন্ট ২৬২১৬ পয়েন্ট
জেওএস টপ ৪০ (দ.আফ্রিকা) -২১৮১.০৭ পয়েন্ট ৪৫৮৫২ পয়েন্ট
জেএএলএসএইচ অল শেয়ার (দ.আফ্রিকা) -২৪০৬.৬৫ পয়েন্ট ৫১০৩৮ পয়েন্ট
ইজিএক্স ৩০ (মিশর) -৭৮১.৮৭ পয়েন্ট ১২২২৭ পয়েন্ট

সূত্র: ট্রেডিং ইকোনমিক্স ডটকম

এসএমজে/২৪/বা

Tagged