করোনার এই দুঃসময়ে বাবাকে হারালেন ইমরুল

স্পোর্টস ডেস্ক:

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানছে নানান নিয়ম, বজায় রাখছেন সামাজিক দূরত্ব আর করোনার এই দঃসময়ে বাবাকে হারালেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ায় হাসপাতাল ভর্তি হয়েছিলেন তার বাবা। আর সেই হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না।

ইমরুল কায়েসের বাবা মোহাম্মদ বানি আমীন গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে ইমরুলের বাবার বয়স ছিল ৬০ বছর।

মাসখানেক ধরেই অসুস্থ ছিলেন ইমরুলের বাবা। গত মাসে মেহেরপুরে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। এরপর থেকেই হাসপাতালে। প্রায় এক মাস নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। মাঝে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। যখন বাসায় আনার চিন্তা, তখন আবার অবস্থার অবনতি হয়। আজ চলেই গেলেন।

গত এক মাস ইমরুলকে করোনার মধ্যে ঝুঁকি নিয়েই নিয়মিত হাসপাতালকে বাসা বানাতে হয়েছে। তবুও বাঁচানো গেল না বাবাকে। ইমরুলের বাবার এই মৃত্যুতে ফেসবুকে পোস্টের মাধ্যমে শোকপ্রকাশ করেছেন করেছেন তার সতীর্থরা।

এসএমজে/২৪/বা

Tagged