করোনাকে পুঁজি করে বিনিয়োগকারীদের সর্বনাশ করা হচ্ছে

আমাদের দেশে কোনো দুর্যোগ বা বিপদ দেখা দিলে এক শ্রেণির লোক তার মধ্যে সুবিধা খুঁজতে থাকে। তারা মনে করেন- এখনই উপযুক্ত সময়ে সব কিছু হাতিয়ে নেওয়ার। এই ধরনের প্রবণতা দেশে নতুন নয়। আগেও দেখা গেছে। বর্তমান করোনা মহামারির সময়ও এর ব্যতিক্রম নয়। নানা ক্ষেত্রে বিষয়টি দেখা গেলেও পুঁজিবাজারের বেলায় এটি খুবই শক্তিধর হয়ে উঠছে। করোনা সংক্রমণকে পুঁজি করে কতিপয় চক্র পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির মধ্যে ফেলছে। কখনো গুজব ছড়িয়ে, কখনো বা অন্য কোনোভাবে বিনিয়োগকারীদের সর্বনাশ করা হচ্ছে।

করোনা মহামারির সংকট কেবল আমাদের দেশেই নয়। বিশ্বজুড়ে এই পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু উন্নত দেশগুলোর পুঁজিবাজারে এ ধরনের ঘটনা ঘটে না। তা হলে আমাদের দেশে কেনো এমন হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউপিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)সহ সংশ্লিষ্টদের। এখন ডিজিটাল যুগ। লেনদেন থেকে শুরু করে সবকিছুরই তথ্য পাওয়া সম্ভব। সেসব তথ্য বিশ্লেষণ করে অনিয়মকারীদের ধরা সম্ভব।  এটি করতে পারলে পুঁজিবাজারে অহেতুক ক্ষতি থেকে রক্ষা পাবেন ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীরা।

Tagged