এসএমজে ডেস্ক:
উৎপাদন প্রক্রিয়ায় বৈচিত্র্য আনতে চায় পুঁজিবাজারে পুনরায় তালিকাভুক্ত ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। গত জুন ২০১৩ সাল থেকে প্রায় সাড়ে ৭ বছর ধরে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে।
তবে কোম্পানিটি নারিকেল তেল উৎপাদনের জন্য নতুন প্রকল্প চালু করছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আশা করছে এই প্রকল্প চলতি বছরের মে মাসে সম্পূর্ণ হবে। তারা আশা করেন কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন চলতি বছরের জুন থেকে শুরু করতে পারবে ।
গত ২৯ ডিসেম্বর ডিএসই কোম্পানিটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডিএসই । ডিএসইর প্রশ্নের উত্তরে এমন তথ্য জানায় কোম্পানিটি।
উল্লেখ্য, দীর্ঘদিন কোম্পানিটির লেনদেন বন্ধ থাকার পর গত ২৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি পুনরায় লেনদেন শুরু করে পুঁজিবাজারে। লেনদেন শুরুর পর থেকে প্রথম দুই দিন শেয়ারটির দর বেড়েছে। তবে আজ রোববার কোম্পানিটি ৯ টাকা ১০ পয়সা বা ৪.৮১ শতাংশ দর কমে সর্বশেষ ১৮০ টাকা ২০ পয়সায় লেনদেন হচ্ছে ডিএসইতে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি