বেক্সপাওয়ারের আরও শেয়ার কিনল বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট (বেক্সিমকো) লিমিটেড সম্প্রতি বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের কাছ থেকে বেক্সিমকো পাওয়ার (বেক্সপাওয়ার) এর ৩ কোটি ৫০ লাখ শেয়ার কিনেছে। অভিহিত মূল্য ১০ টাকা দরে এসব শেয়ার কেনা হয়েছে। তাতে কোম্পানিটিকে বিনিয়োগ করতে হয়েছে ৩৫ কোটি টাকা।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, নতুন শেয়ার কেনার ফলে বেক্সিমকোর কাছে বেক্সপাওয়ারের শেয়ারের সংখ্যা বেড়ে ৭ কোটি ৫০ লাখে উন্নীত হয়েছে। বর্তমানে বেক্সপাওয়ারের ৭৫ ভাগ মালিকানা বেক্সিমকোর। বাকী ২৫ শতাংশ শেয়ারের মালিক সোহেল এফ রহমান, সালমান এফ রহমান, নাজমুল হাসান এবং ওকে চৌধুরী।
প্রসঙ্গত, বেক্সপাওয়ার লিমিটেড তিস্তা সোলার লিমিটেড ও করতোয়া সোলার লিমিটেড নামের দুটি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানির ৮০ শতাংশ শেয়ারের মালিক। বাকী ২০ শতাংশ শেয়ারের মালিক চীনা কারিগরি অংশীদার।

তিস্তা সোলার লিমিটেড গাইবান্ধা জেলায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেসক্ষম প্ল্যান্ট স্থাপন করবে। অন্যদিকে করতোয়া সোলার লিমিটেড পঞ্চগড় জেলায় ৩০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার প্ল্যান্ট স্থাপন করবে।
কোম্পানি দুটি ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিপি) সাথে বিদ্যুৎ বিক্রির চুক্তি করেছে।

এসএমজে/কা

Tagged