কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের উৎপাদন শুরু করেছে ইফাদ অটোস

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ কেবিন ম্যানুফ্যাকচারিং ইউনিটের উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর থেকে নতুন ইউনিটে উৎপাদন শুরু করেছে।

জানা যায়, কোম্পানির এই প্রজেক্ট ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ঢাকার ধামরাইয়ে অবস্থিত। কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে নতুন প্রজেক্টে অর্থায়ন করা হবে।

ইফাদের নতুন ইউনিটে প্রতি মাসে সিঙ্গেল শিফটে ৩০০ ইউনিট উৎপাদন হবে। আর বছরে কোম্পানিটির সিঙ্গেল শিফটে ৩৬০০ ইউনিট উৎপাদন হবে।

কোম্পানিটির ১০০ শতাংশ সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিটে প্রতি বছর ১০ হাজার ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/মি

Tagged