ঈদ আনন্দের হোক সকলের জন্য

করোনাভাইরাসের অতিমারিতে সারা বিশ্ব হতবাক। বাংলাদেশেও এই অতিমারিতে ঝরে গেছে অনেক প্রাণ। এর মধ্যে চলে  এসেছে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর দেশবাসী আজ উদযাপন করবে পবিত্র ঈদুল ফিতর। তাই পাঠক, পুঁজিবাজারের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টজন এবং দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। দিনটি বয়ে আনুক সকলের জীবনে আনন্দের বার্তা।

জানি, টানা প্রায় এক বছরের বেশি সময় ধরে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ চলছে দেশে। এর মধ্যে লকডাউনসহ নানা ধরনের বিধিনিষেধের কারণে দেশবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে গভীর সংকট। অনেক মানুষ জীবন-জীবিকা হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের কাছে হয়তো এবারের ঈদ ততটা আনন্দ নিয়ে আসবে না। তবুও বলতে চাই, মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বাঁচে। তাই একের সহায়তায় অন্যে এগিয়ে এলে বিপাকে পড়া মানুষের কষ্ট কমবে। এই অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোই বড় এবাদত। এছাড়া পুঁজিবাজারের বিনিয়োগকারীরা গত একদশকেরও বেশি সময় ধরে পুঁজিবাজার থেকো তেমন সার্পোট পাচ্ছেন না। তাদের অবস্থাও তুলনামূল ভালো নয়। আমরা আশা করব ঈদের আনন্দের ভাগটুকু থেকে যেন কেউ বঞ্চিত না হন। সকলের জন্য রইলো শুভ কামনা।

Tagged